ক। উদ্দেশ্য : ১ । জাতির পিতার জীবনী, মহান মুক্তিযুদ্ধ,বাংলাদেশের ইতিহাস, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে সম্যক ধারণা
প্রদান করা।
২। গ্রাম ভিত্তিক ভিডিপি প্লাটুন পুনর্গঠন ও হালনাগাদ করা।
৩। আত্বকর্মসংস্থাপনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, স্থানীয় নেতৃত্ব সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা
বৃদ্ধি করা।
৪। সামাজিক নিরাপত্তা রক্ষায় গণভিত্তিক প্রশিক্ষিত কর্মীবাহিনী সৃষ্টি করা।
৫।নির্বাচনী দায়িত্ব পালন সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং নির্বাচনকালীন দায়িত্বপালনে যোগ্য করে গড়ে তোলা।
৬। দূর্যোগকালীন দায়িত্ব পালন সম্পর্কীয় ধারণা প্রদান।
খ।প্রশিক্ষণের স্থান: নির্ধারিত গ্রামের সুবিধাজনক স্থান।
গ। প্রশিক্ষক : প্রশিক্ষণ নির্দেশিকা মোতাবেক নিধারিত উপজেলা কর্মকর্তাগণ।
ঘ। ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ মোট ৬৪ জন।
ঙ। মেয়াদ: ১০ কার্য্যদিবস।
চ। প্রশিক্ষনার্থীর যোগ্যতা :১। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস। বয়স: ১৮থেকে ৩০ বছর।
২।সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩।স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে।
৪।এলাকায় সুনামের অধিকারী হতে হবে।
৫। সাজাপ্রাপ্ত/ দন্ডিত ও মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষনার্থী হিসেবে বাছাই করা যাবেনা।
৬। স্থানীয় চেয়ারম্যান/মেম্বার/ কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক প্রত্যয়নপত্র নিতে হবে।
৭। যারা স্থায়ীভাবে গ্রামে বসবাস করে তাদেরকে প্রশিক্ষনার্থী হিসেবে বাছাই করতে হবে।
৮। প্রশিক্ষনার্থী বাছাইয়ের ক্ষেত্রে কারিগরী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহনে আগ্রহীদের অগ্রাধকার দিতে হবে।
ছ্। আর্থিক মন্জুরী: প্রশিক্ষণ নির্দেশিকা মোতাবেক
জ। বিশেষ নির্দেশাবলী : ১। গ্রাম প্রশিক্ষণের দলপতিকে এই মর্মে অঙ্গীকারপত্র প্রদান করতে হবে যে, রাষ্ট্রীয় প্রয়োজনে সদস্য-
সদস্যাদের মোতায়নের প্রয়োজন হলে সকলকে দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ দায়িত্ব পালনে
অনীহা প্রকাশ করে তবে প্রশিক্ষণ বাবদ ব্যয়িত অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে।
২।প্রশিক্ষনার্থীদের নামীয় তালিকা ডাটা বেইজে অর্ন্তভুক্ত করতে হবে।
৩। প্রত্যেক প্রশিক্ষণার্থীর জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামুলক।
৪।আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্য্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং সদর দপ্তরের নির্দেশনা অনুসারে
প্রত্যেক প্রশক্ষণার্থীর শেয়ার ক্রয় নিশ্চিত করতে হবে।
৫। বজ্রপাত, ভূমিকম্প,জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় এর কারণে সৃষ্ট দুর্যোগ এবং এ বিষয়ে সচেতনা সৃষ্টির উপর
বিশেষভাবে আলোকপাত করতে হবে।
অন্যান্য প্রশিক্ষণের বিষয়,প্রশিক্ষণ সামগ্রী, মূল্যায়ন, পুরুস্কার,সনদপত্র,আর্থিক ও অন্যানা নির্দেশাবলী প্রণীত
নীতিমালা অনুযায়ী প্রদেয়/সম্পন্ন হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- ডকুমেন্টারি
বিস্তারিত...............
https://youtu.be/IqsTlzCAxFA?si=gu1eMJVHyMP7iyfi
41th Ansar & VDP National Rally-2021
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস